Press Details

ট্রেডবডি নেতৃবৃন্দরা গ্লোবাল এ্যামবাসেডর
24-Jul-13

 

ট্রেডবডি নেতৃবৃন্দরা গ্লোবাল এ্যামবাসেডর ঃ চবি প্রো-ভিসি
চিটাগাং চেম্বার সাধারণ মানুষের কথা বলতে দ্বিধাবোধ করে না ঃ চেম্বার সভাপতি
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলতে কখনো দ্বিধাবোধ করে না। পণ্যের সংকট নিরসন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও ভেজালরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সারা বছরের জন্য নির্দিষ্ট টার্গেট প্ল্যান তৈরী করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদেরকেও দেশের মানুষকে ভালোবাসার মানসিকতা ও নৈতিকতা পোষণ করতে হবে। ২ জুলাই বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম নেতৃবৃন্দের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী মতবিনিময় সভায় চেম্বার সভাপতি উপরোক্ত বক্তব্য রাখেন। এ সময় চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, এ. কে. এম. আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আনোয়ার শওকত আফসার, মোঃ দিদারুল আলম, মোঃ জহুরুল আলম, মোঃ জাহাঙ্গীর ও মোরশেদ আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন। 
সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন-ব্রিটিশ আমলে স্বদেশ সংগ্রামে মহাত্মা বাণী ছিল চিটাগাং টু দ্যা ফোর। এখন আমাদের বলতে হচ্ছে চিটাগাং চেম্বার টু দ্যা ফোর। তিনি বহির্বিশ্বের ধর্মীয় উৎসবের সময় ব্যবসায়ী সম্প্রদায় কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বলেন-রমজান মাস এলেই আমরা ধর্মীয় অনুশাসন ভুলে যাই। তিনি চেম্বার নেতৃবৃন্দকে “গ্লোবাল এ্যামবাসেডর” আখ্যায়িত করে তাঁরা ব্যবসায়ী প্রতিনিধিত্বের মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে বলে উল্লেখ করেন। 
চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন-চিটাগাং চেম্বার পাইকারী ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের বৈষম্য দূরীকরণে অতিশীঘ্রই যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও জেলা পিপি এডভোকেট আবুল হাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগতঃ বক্তব্য রাখেন কমিশনের মহানগর সাধারন সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম (কমু)। আরো বক্তব্য রাখেন চেম্বার পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ ও আনোয়ার শওকত আফসার, সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল, মানবাধিকার কমিশনের বিভাগীয় সমন্বয়কারী লায়ন জাফর উল্লাহ, বিশেষ প্রতিনিধি এস. এম. সোহেল মৃধা, দক্ষিণ জেলা সভাপতি লায়ন আহমদ নবী, উত্তর জেলা সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ফয়েজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সভার প্রথম পর্বে চিটাগাং চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স-কে কমিশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। 
  
নং-এম/জেন/৭/১১৯৩                                          ০৩ জুলাই ২০১৩ ইং
সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মিডিয়াসমূহ ও রেডিওতে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ 
(ওসমান গণি চৌধুরী)
                                                                  সচিব

ট্রেডবডি নেতৃবৃন্দরা গ্লোবাল এ্যামবাসেডর ঃ চবি প্রো-ভিসি

চিটাগাং চেম্বার সাধারণ মানুষের কথা বলতে দ্বিধাবোধ করে না ঃ চেম্বার সভাপতি

 

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলতে কখনো দ্বিধাবোধ করে না। পণ্যের সংকট নিরসন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও ভেজালরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সারা বছরের জন্য নির্দিষ্ট টার্গেট প্ল্যান তৈরী করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদেরকেও দেশের মানুষকে ভালোবাসার মানসিকতা ও নৈতিকতা পোষণ করতে হবে। ২ জুলাই বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম নেতৃবৃন্দের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী মতবিনিময় সভায় চেম্বার সভাপতি উপরোক্ত বক্তব্য রাখেন। এ সময় চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, এ. কে. এম. আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আনোয়ার শওকত আফসার, মোঃ দিদারুল আলম, মোঃ জহুরুল আলম, মোঃ জাহাঙ্গীর ও মোরশেদ আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন। 

 

সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন-ব্রিটিশ আমলে স্বদেশ সংগ্রামে মহাত্মা বাণী ছিল চিটাগাং টু দ্যা ফোর। এখন আমাদের বলতে হচ্ছে চিটাগাং চেম্বার টু দ্যা ফোর। তিনি বহির্বিশ্বের ধর্মীয় উৎসবের সময় ব্যবসায়ী সম্প্রদায় কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বলেন-রমজান মাস এলেই আমরা ধর্মীয় অনুশাসন ভুলে যাই। তিনি চেম্বার নেতৃবৃন্দকে “গ্লোবাল এ্যামবাসেডর” আখ্যায়িত করে তাঁরা ব্যবসায়ী প্রতিনিধিত্বের মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে বলে উল্লেখ করেন। 

 

চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন-চিটাগাং চেম্বার পাইকারী ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের বৈষম্য দূরীকরণে অতিশীঘ্রই যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও জেলা পিপি এডভোকেট আবুল হাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগতঃ বক্তব্য রাখেন কমিশনের মহানগর সাধারন সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম (কমু)। আরো বক্তব্য রাখেন চেম্বার পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ ও আনোয়ার শওকত আফসার, সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল, মানবাধিকার কমিশনের বিভাগীয় সমন্বয়কারী লায়ন জাফর উল্লাহ, বিশেষ প্রতিনিধি এস. এম. সোহেল মৃধা, দক্ষিণ জেলা সভাপতি লায়ন আহমদ নবী, উত্তর জেলা সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ফয়েজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সভার প্রথম পর্বে চিটাগাং চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স-কে কমিশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। 

 

নং-এম/জেন/৭/১১৯৩                                          ০৩ জুলাই ২০১৩ ইং

 

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মিডিয়াসমূহ ও রেডিওতে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ 

(ওসমান গণি চৌধুরী)

       সচিব