যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল সোমবার মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পাচ্ছেন। আর হোমল্যান্ড সিকিউরিটিতে প্রথমবারের মতো লাতিন এক ব্যক্তি নিয়োগ পাচ্ছেন। সিএনএনের খবরে জানা যায়, কিউবার বংশোদ্ভূত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে এই বিভাগের নেতৃত্বের জন্য মনোনীত করেছেন বাইডেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা।
CCCI selling essential commodities during the month of Holy Ramadan. |
çankaya escort keçiören escort sincan escort etlik escort eryaman escort |