Opening Office in WTC |
ডবিউটিসি-তে অফিস স্থাপনের জন্য চিটাগাং চেম্বারের সাথে রিলায়েন্স ফাইন্যান্স’র লীজ চুক্তি স্বাক্ষর
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য চেম্বারের সাথে লীজ চুক্তি স্বাক্ষর করেছে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড। ২০ জুন ডব্লিউটিসি ভবনস্থ চেম্বার কার্যালয়ে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সভাপতি মাহবুবুল আলম এবং আরএফএল’র পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কে. হালদার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ জহুরুল আলম, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর এবং আরএফএল’র ডেপুটি ম্যানেজারদ্বয় তানিম আহমেদ সিদ্দিকী ও আল মামুন সোহাগ উপস্থিত ছিলেন।
চুক্তি সম্পাদনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ডব্লিউটিসিতে অফিস স্থাপন গর্বের বিষয় উল্লেখ করে আরএফএল’র সকল কর্মকান্ডে চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। চেম্বার সভাপতি এই প্রতিষ্ঠানের কর্মকান্ডে গ্রাহক সেবার আবহ আরো বৃদ্ধি করার আহবান জানান। আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কে. হালদার ডব্লিউটিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি আধুনিক ও ত্বরিৎ সেবা প্রদানের উপযুক্ত অফিস স্থাপন করা হবে বলে জানান।
নং-এন/এডিএসি/৯৩/১১০৯ ২২ জুন, ২০১৩ ইং
সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের লক্ষ্যে সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ
(ওসমান গণি চৌধুরী)
সচিব
WweDwUwm-‡Z Awdm ¯’vc‡bi Rb¨ wPUvMvs †P¤^v‡ii mv‡_ wijv‡qÝ dvBb¨vÝÕi jxR Pzw³ ¯^v¶i
w` wPUvMvs †P¤^vi Ae Kgvm© GÛ BÛvwóª KZ…©K wbwg©Z Iqvì© †UªW †m›Uv‡i AvÂwjK Kvh©vjq ¯’vc‡bi Rb¨ †P¤^v‡ii mv‡_ jxR Pzw³ ¯^v¶i K‡i‡Q wijv‡qÝ dvBb¨vÝ wjwg‡UW| 20 Ryb WweDwUwm feb¯’ ‡P¤^vi Kvh©vj‡q wPUvMvs †P¤^v‡ii c¶ †_‡K mfvcwZ gvneyeyj Avjg Ges AviGdGjÕi c¶ †_‡K e¨e¯’vcbv cwiPvjK cÖkvš— †K. nvj`vi Pzw³‡Z ¯^v¶i K‡ib| G mgq ‡P¤^vi cwiPvjK †gvt Anx` wmivR †PŠayix (¯^cb), †gvt Rûi“j Avjg, AvjnvR¡ †gvt wmivRyj Bmjvg, †gvt Rvnv½xi Ges AviGdGjÕi ‡WcywU g¨v‡bRviØq Zvwbg Avn‡g` wmwÏKx I Avj gvgyb †mvnvM Dcw¯’Z wQ‡jb|
Pzw³ m¤úv`bKv‡j †P¤^vi mfvcwZ gvneyeyj Avjg WweDwUwm‡Z Awdm ¯’vcb M‡e©i welq D‡jL K‡i AviGdGjÕi mKj Kg©Kv‡Û †P¤^v‡ii c¶ †_‡K mvwe©K mn‡hvwMZvi A½xKvi e¨³ K‡ib| ‡P¤^vi mfvcwZ GB cÖwZôv‡bi Kg©Kv‡Û MÖvnK †mevi Aven Av‡iv e„w× Kivi Avnevb Rvbvb| AviGdGjÕi e¨e¯’vcbv cwiPvjK cÖkvš— †K. nvj`vi WweDwUwm ÷¨vÛvW© Abyhvqx GKwU AvaywbK I Z¡wir †mev cÖ`v‡bi Dchy³ Awdm ¯’vcb Kiv n‡e e‡j Rvbvb| bs-Gb/GwWGwm/93/1109 22 Ryb, 2013 Bs mKj ¯’vbxq I RvZxq cwÎKv, msev` ms¯’vmg~n, B‡jKUªwbK wgwWqvmg~‡n m¤cÖPvi/cÖKv‡ki j‡¶¨ mwebq Aby‡ivac~e©K †cÖiY Kiv †Mjt (Imgvb MwY †PŠayix) mwPe |