Press Details

বিত্তশালী ও কর্পোরেট হাউসগুলোকে চিটাগাং চেম্বারের দৃষ্টান্ত অনুসরণের আহবান
24-Jul-13

 

বিত্তশালী ও কর্পোরেট হাউসগুলোকে চিটাগাং চেম্বারের দৃষ্টান্ত অনুসরণের আহবান ঃ 
রমজান উপলক্ষে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ এমপি
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে নিু আয়ের জনগণের মধ্যে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিতরণ করছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। ০৪ জুলাই বিকেলে আগ্রাবাদস্থ চেম্বার হাউস প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. লতিফ এমপি, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ, পরিচালকবৃন্দ মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এম. এ. মোতালেব, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মাহবুবুল হক চৌধুরী (বাবর), আনোয়ার শওকত আফসার, মোঃ দিদারুল আলম ও মোঃ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এমপি বলেন- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ও ব্যবসায়ী সমাজ একযোগে কাজ করছে। তিনি চিটাগাং চেম্বারের এই কার্যক্রমকে মহতী উদ্যোগ উল্লেখ করে সমাজের বিত্তশালী ও কর্পোরেট হাউসগুলো এ দৃষ্টান্ত অনুসরণ করলে দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেন। স্বল্পসংখ্যক অতি মুনাফালোভী ও অসাধু চক্রের কারণে পর্যাপ্ত মজুদ থাকার পরও রমজানে কৃত্রিমভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি গর্হিত কাজ বলে মন্ত্রী আখ্যায়িত করেন। এসব অনিয়মের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি এক্ষেত্রে ব্যবসায়ী, ভোক্তা সাধারণসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। মন্ত্রী বর্তমান সরকারের আমলে জনগণের মাথাপিছু আয়, ক্রয়ক্ষমতা বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন। 
বিশেষ অতিথি এম. এ. লতিফ এমপি প্রতি অফিসের সামনে এ ধরণের একটি বিক্রয় স্টল স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এ আদর্শকে সামনে রেখে রমজান মাসে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসতে সবাইকে আহবান জানান। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ, দেশ ও রাষ্ট্র তথা জাতি হিসেবে বিশ্বে অনেক উঁচু স্থান অর্জন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। চিটাগাং চেম্বারের মত এ রকম ক্ষুদ্র প্রয়াস কালক্রমে মহীরুহরূপে দেখা দেবে বলে এম. এ. লতিফ আশা প্রকাশ করেন। 
চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ এমপি’র আমলে ২০০৯ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করেন। তিনি চট্টগ্রাম শহরের আরো ২টি স্পটে নিু আয়ের মানুষের কাছে ভর্তুকিমূল্যে এ সেবা প্রদান করা হবে বলে ঘোষণা দেন। মাহবুবুল আলম চেম্বারের মানবকল্যাণ কর্মসূচীর বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য যে, এ কার্যক্রমে আতপ চাল প্রতি কেজি ২৫ টাকা , সিদ্ধ চাল  ২২ টাকা ও চিনি ৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং ১ম রমজান থেকে ২৭ শে রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৩.০০ টায় পর্যন্ত এ কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘলাইনে দাঁড়িয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ উক্ত পণ্যসমূহ ক্রয় করেন। 
নং-সি/পিবিএসি/৫৩/১২১৬                       ০৪ জুলাই ২০১৩ ইং 
সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মিডিয়াসমূহ ও রেডিওতে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ 
                                                                                                                                                                         
 (ওসমান গণি চৌধুরী)
                                                                  সচিব

বিত্তশালী ও কর্পোরেট হাউসগুলোকে চিটাগাং চেম্বারের দৃষ্টান্ত অনুসরণের আহবান ঃ 

রমজান উপলক্ষে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ এমপি

 

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে নিু আয়ের জনগণের মধ্যে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিতরণ করছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। ০৪ জুলাই বিকেলে আগ্রাবাদস্থ চেম্বার হাউস প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. লতিফ এমপি, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ, পরিচালকবৃন্দ মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এম. এ. মোতালেব, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মাহবুবুল হক চৌধুরী (বাবর), আনোয়ার শওকত আফসার, মোঃ দিদারুল আলম ও মোঃ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এমপি বলেন- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ও ব্যবসায়ী সমাজ একযোগে কাজ করছে। তিনি চিটাগাং চেম্বারের এই কার্যক্রমকে মহতী উদ্যোগ উল্লেখ করে সমাজের বিত্তশালী ও কর্পোরেট হাউসগুলো এ দৃষ্টান্ত অনুসরণ করলে দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেন। স্বল্পসংখ্যক অতি মুনাফালোভী ও অসাধু চক্রের কারণে পর্যাপ্ত মজুদ থাকার পরও রমজানে কৃত্রিমভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি গর্হিত কাজ বলে মন্ত্রী আখ্যায়িত করেন। এসব অনিয়মের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি এক্ষেত্রে ব্যবসায়ী, ভোক্তা সাধারণসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। মন্ত্রী বর্তমান সরকারের আমলে জনগণের মাথাপিছু আয়, ক্রয়ক্ষমতা বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন। 

 

বিশেষ অতিথি এম. এ. লতিফ এমপি প্রতি অফিসের সামনে এ ধরণের একটি বিক্রয় স্টল স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এ আদর্শকে সামনে রেখে রমজান মাসে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসতে সবাইকে আহবান জানান। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ, দেশ ও রাষ্ট্র তথা জাতি হিসেবে বিশ্বে অনেক উঁচু স্থান অর্জন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। চিটাগাং চেম্বারের মত এ রকম ক্ষুদ্র প্রয়াস কালক্রমে মহীরুহরূপে দেখা দেবে বলে এম. এ. লতিফ আশা প্রকাশ করেন। 

 

চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ এমপি’র আমলে ২০০৯ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করেন। তিনি চট্টগ্রাম শহরের আরো ২টি স্পটে নিু আয়ের মানুষের কাছে ভর্তুকিমূল্যে এ সেবা প্রদান করা হবে বলে ঘোষণা দেন। মাহবুবুল আলম চেম্বারের মানবকল্যাণ কর্মসূচীর বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য যে, এ কার্যক্রমে আতপ চাল প্রতি কেজি ২৫ টাকা , সিদ্ধ চাল  ২২ টাকা ও চিনি ৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং ১ম রমজান থেকে ২৭ শে রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৩.০০ টায় পর্যন্ত এ কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘলাইনে দাঁড়িয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ উক্ত পণ্যসমূহ ক্রয় করেন। 

 

নং-সি/পিবিএসি/৫৩/১২১৬                       ০৪ জুলাই ২০১৩ ইং 

 

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মিডিয়াসমূহ ও রেডিওতে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ 

 

 (ওসমান গণি চৌধুরী)

     সচিব