মন্ত্রী ড. হাছান মাহমুদ’র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন |
মন্ত্রী ড. হাছান মাহমুদ’র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন
”চিটাগাং চেম্বার কর্তৃক দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ বেসরকারী খাতের সাফল্যের একটি প্রশংসনীয় ও গৌরবজনক মাইলফলক”। ২৫ জুন সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আকস্মিকভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শনে এসে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ স্বাগতঃ জানান। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম মন্ত্রীর সাথে ছিলেন। মন্ত্রী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র বিভিন্ন ফ্লোর ও স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র দক্ষিন পার্শ্বে ঢেবার মনোরম পরিবেশে একটি বৃক্ষশোভিত ডধষশধিু নির্মাণের প্রস্তাব দেন ।
পরিদর্শন শেষে চেম্বার কার্যালয়ে তিনি চেম্বার সভাপতি ও সহ-সভাপতি’র সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন। ড. হাছান মাহমুদ বলেন-ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মানে সর্বাধুনিক প্রযুক্তি, প্রকৌশল ও অবকাঠামো ব্যবহারে এই স্থাপনাটিকে আরো দৃষ্টিনন্দন করেছে। এক্ষেত্রে তাঁর মন্ত্রণালয় কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রধানমন্ত্রী কর্তৃক অচিরেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র উদ্বোধনের জন্য সার্বক্ষনিকভাবে কাজ এগিয়ে চলছে বলে মন্ত্রীকে অবহিত করেন। তিনি ৩টি বেইজমেন্ট, দেশী-বিদেশী ব্যাংক’র অফিস স্থাপন, চবৎসধহবহঃ ঊীযরনরঃরড়হ ঐধষষ, ঈড়হাবহঃরড়হ ঐধষষ, ডঞঈ ঈষঁন, ৫ ঝঃধৎ ঐড়ঃবষ, ঐবষরঢ়ধফ ইত্যাদি সমৃদ্ধ ডব্লিউটিসি’র বিশদ বর্ণনা দেন। মন্ত্রী জানতে চাইলে চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্মুখস্থ ফুটপাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন যথাযথভাবে নির্মাণ করে দেবে বলে মন্ত্রীকে অবহিত করেন।
নং-এন/এডিএসি/৯৩/১১২৮ ২৫ জুন, ২০১৩ ইং
সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহ রেডিওতে সম্প্রচার/প্রকাশের লক্ষ্যে সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ
(ওসমান গণি চৌধুরী)
সচিব
মন্ত্রী ড. হাছান মাহমুদ’র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন
”চিটাগাং চেম্বার কর্তৃক দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ বেসরকারী খাতের সাফল্যের একটি প্রশংসনীয় ও গৌরবজনক মাইলফলক”। ২৫ জুন সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আকস্মিকভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শনে এসে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ স্বাগতঃ জানান। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম মন্ত্রীর সাথে ছিলেন। মন্ত্রী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র বিভিন্ন ফ্লোর ও স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র দক্ষিন পার্শ্বে ঢেবার মনোরম পরিবেশে একটি বৃক্ষশোভিত ডধষশধিু নির্মাণের প্রস্তাব দেন ।
পরিদর্শন শেষে চেম্বার কার্যালয়ে তিনি চেম্বার সভাপতি ও সহ-সভাপতি’র সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন। ড. হাছান মাহমুদ বলেন-ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মানে সর্বাধুনিক প্রযুক্তি, প্রকৌশল ও অবকাঠামো ব্যবহারে এই স্থাপনাটিকে আরো দৃষ্টিনন্দন করেছে। এক্ষেত্রে তাঁর মন্ত্রণালয় কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রধানমন্ত্রী কর্তৃক অচিরেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র উদ্বোধনের জন্য সার্বক্ষনিকভাবে কাজ এগিয়ে চলছে বলে মন্ত্রীকে অবহিত করেন। তিনি ৩টি বেইজমেন্ট, দেশী-বিদেশী ব্যাংক’র অফিস স্থাপন, চবৎসধহবহঃ ঊীযরনরঃরড়হ ঐধষষ, ঈড়হাবহঃরড়হ ঐধষষ, ডঞঈ ঈষঁন, ৫ ঝঃধৎ ঐড়ঃবষ, ঐবষরঢ়ধফ ইত্যাদি সমৃদ্ধ ডব্লিউটিসি’র বিশদ বর্ণনা দেন। মন্ত্রী জানতে চাইলে চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্মুখস্থ ফুটপাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন যথাযথভাবে নির্মাণ করে দেবে বলে মন্ত্রীকে অবহিত করেন।
নং-এন/এডিএসি/৯৩/১১২৮ ২৫ জুন, ২০১৩ ইং
সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহ রেডিওতে সম্প্রচার/প্রকাশের লক্ষ্যে সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ
(ওসমান গণি চৌধুরী) সচিব
|