২৪ জুলাই চিটাগাং চেম্বারে বাণিজ্য মন্ত্রণালয় ও ইউরোপীয়ান ইউনিয়নের যৌথ উদ্যোগে ”বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রাম” সংক্রান্ত সেমিনার
বাংলাদেশের জন্য একটি সুসমন্বিত বাণিজ্য নীতি প্রণয়ন, গবেষণা, এডভোকেসী এবং অনলাইন ইনফরমেশন চেকিং সিস্টেম চালুর লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইউরোপীয়ান ইউনিয়ন যৌথ উদ্যোগে “বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রাম” (ঞচঝচ) বাস্তবায়ন করছে। এতদোপলক্ষে ঞচঝচ’র লক্ষ্য, উদ্দেশ্য, বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রভৃতি অবহিতকরণ বিষয়ক সেমিনার ২৪ জুলাই ২০১৩ ইং বুধবার সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্য মন্ত্রণালয়, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
চিটাগাং চেম্বার মিলনায়তন, ৩৮ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে অনুষ্ঠেয় উক্ত গুরুত্বপূর্ণ সেমিনারে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চিটাগাং চেম্বারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
নং-আই/আইএনডি/৩৩/১২৮৪ ২৩ জুলাই, ২০১৩ ইং
সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ (ওসমান গণি চৌধুরী) সচিব |