Press Details

ঈদ উপলক্ষে আইন-শৃংখলা রক্ষা ও নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি চিটাগাং চেম্বার সভাপতির ৩ দফা সুপারিশ
05-Aug-13

ঈদ উপলক্ষে আইন-শৃংখলা রক্ষা ও নিরাপত্তা বিধানে বিশেষ
ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি চিটাগাং চেম্বার সভাপতির ৩ দফা সুপারিশ

পবিত্র রমজান মাসে চট্টগ্রাম মহানগরে মার্কেট, শপিংমলসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা অতীতের চাইতে সন্তোষজনক উল্লেখ করে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন। তবে ঈদ উপলক্ষে সরকারী ছুটিতে মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকা রয়েছে বলে তিনি মনে করেন।

এ প্রসংগে ০৫ আগস্ট এক বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন-কালুরঘাট-বহদ্দারহাট-নতুন ব্রিজ সড়কসহ উত্তর দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারসহ আন্তঃজেলা সড়ক যোগাযোগ, মহানগরীর বাণিজ্য ও শিল্পাঞ্চলসহ অধিকাংশ সড়ক যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে চট্টগ্রামবাসীকে কিছু যানজটের দুর্ভোগ পোহাতে হতে পারে। এ প্রসংগে তিনি সংশ্লিষ্টদের তিন দফা সুপারিশ করেন- (১) ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সড়ক, রেল ও নৌ-পথে যথাক্রমে হাইওয়ে ও রেল পুলিশ এবং কোস্টগার্ড অধিকহারে নিয়োগ দেওয়া যেতে পারে। (২) ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক লেনদেন বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে র‌্যাব ও পুলিশের অধিকতর সতর্ক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। (৩) সামগ্রিকভাবে সর্বস্তরের ব্যবসায়ী ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা বাহিনীকে আরো কঠোর নিরাপত্তাবলয় তৈরী করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। ঈদের আগে ও পরে সরকারী ছুটির কারণে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকার প্রেক্ষিতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে চেম্বার সভাপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। মাহবুবুল আলম পরিচালকমন্ডলীর পক্ষে চট্টগ্রামের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি পবিত্র ঈদুল ফিতর’র শুভেচ্ছা জ্ঞাপন করেন।  

নং-সি/পিবিএসি/৫৩/১৩৬৬                                       ০৫ আগস্ট, ২০১৩ ইং

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের লক্ষ্যে সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ
      
  (ওসমান গণি চৌধুরী)
          সচিব