Press Details

টেরিবাজারের আমিনুল হক নামক ব্যবসায়ীর মৃত্যুতে চিটাগাং চেম্বারের শোক প্রকাশ সম্পর্কিত সংবাদ পরিবেশন না করার অনুরোধ
05-Aug-13

অতীব জরুরী (সংশোধনী)

টেরিবাজারের আমিনুল হক নামক ব্যবসায়ীর মৃত্যুতে
চিটাগাং চেম্বারের শোক প্রকাশ সম্পর্কিত সংবাদ পরিবেশন না করার অনুরোধ

টেরিবাজারের আমিনুল হক নামক একজন ব্যবসায়ীর মৃত্যুতে ভুলবশতঃ টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল হক’র মৃত্যু মনে করে অত্র চেম্বার থেকে শোক সংবাদ প্রেরন করা হয়। নামের মিল থাকার কারণে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য চেম্বার কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তাই প্রেরিত সংবাদটি প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

নং-এম/জেন/১৯/১৩৬৩                                         আগস্ট ০৪, ২০১৩ ইং

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের লক্ষ্যে সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ
    
(ওসমান গণি চৌধুরী)
        সচিব