Press Details

চিটাগাং চেম্বারের নলেজ সেন্টারে হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ৭ অক্টোবর শুরু
02-Oct-13

মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ৩৮ আগ্রাবাদস্থ চেম্বার হাউসের নলেজ সেন্টারে হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট (এইচআরডি) প্রশিক্ষণ কোর্স আগামী ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত চলবে। চেম্বারের দক্ষ জনশক্তি সৃষ্টি কার্যক্রমে কম্পিউটার, বিদেশী ভাষাসহ বিভিন্ন প্রশিক্ষণ পরিকল্পনার অংশহিসেবে এ কোর্স ধারাবাহিকভাবে চলছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ অক্টোবর’র মধ্যে চিটাগাং চেম্বারের নলেজ সেন্টারে (০১৮১৯-১০১১৬৭ নম্বরে) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।    

নং-আই/আইএনডি/৩৩/১৬৯৮                               ৩০ সেপ্টেম্বর, ২০১৩ ইং

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহ রেডিওতে সম্প্রচার/প্রকাশের লক্ষ্যে সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ

(ওসমান গণি চৌধুরী)
         সচিব